Site icon Jamuna Television

৩ দফা দাবিতে সচিবালয়ের সামনে জবি শিক্ষার্থীদের অবস্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিসহ তিন দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে অনশনরত শিক্ষার্থীরা।

এর আগে, সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন তারা। অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা।

আজ দুপুর ২টায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়। এ চিঠি আসার পর অনশনরত শিক্ষার্থীরা তিনটি দাবি জানান। সেগুলো হলো–

১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যতোদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয়, ততোদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আগামী বুধবার (১৫ জানুয়ারি) জবির দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করব শিক্ষা মন্ত্রণালয়। মূল দাবি মেনে শিক্ষা মন্ত্রণালের এই উদ্যোগের পরও শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও এবং অনশন কার্যক্রমে উষ্মা প্রকাশ করেন জবি উপাচার্য।

/এএম

Exit mobile version