Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে ৫ ডাকাত গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ডাকাতি হওয়া ১ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকারসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিং করে অতিরিক্ত জেলা পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার হলেন– লিটন, হৃদয়, বেলাল হোসেন, আবুল কালাম ও সাইদুল হক আরিফ। তারা আদালতে ডাকাতির ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এর মধ্যে বেলালের বিরুদ্ধেই ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ৩০ ডিসেম্বর হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামে আহম্মদ মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। গত ৪ জানুয়ারি আহম্মদ মিয়া চন্দ্রগঞ্জ থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গত ৮ জানুয়ারি লিটন ও হৃদয় নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী, গত ১২ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ার বাজার এলাকা থেকে বেলালকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে মিয়ার বাজারের একটি জুয়েলার্স দোকান থেকে ডাকাতি করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একইভাবে অপর দুই আসামি আরিফকে নোয়াখালীর মাইজদী ও কালামকে রামগতির আজাদনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

/এএম

Exit mobile version