Site icon Jamuna Television

বিশ্বকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি, অ-১৯ নারী এশিয়া কাপের অভিজ্ঞতার পর এবার বাংলাদেশের প্রথম কোন নারী হিসেবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে আম্পায়ারিং করার সুযোগ পেলেন সাথিরা জাকির জেসি।

সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী শনিবার মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য ২০ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। যেখানে রাখা হয়েছে জেসিকে। নারীদের বিশ্ব আসরের যে কোনো আসরে এটাই প্রথম কোন বাংলাদেশির নাম। যদিও ঘরের মাঠে নারী বিশ্বকাপে তার অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু পরে নিরাপত্তার কারণে টুর্নামেন্ট সরে গেলে আর আম্পায়ারিং করা হয়নি জেসির।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বকাপে অভিষেকের আগে মেয়েদের ২৫টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে ৩৪ বছর বয়সী জেসির। ২০২৩ সালের মার্চে যোগ দেন আইসিসির ডেভেলপমেন্ট প্যানেলে।

/এসআইএন

Exit mobile version