Site icon Jamuna Television

ভিকারুননিসা শিক্ষিকা হাসনা হেনার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় ভিকারুননিসা শিক্ষিকা হাসনা হেনার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে দুপুরে শিক্ষিকা হাসনা হেনাকে আদালতে নেয়া হয়।

বুধবার রাত ১১টার দিকে উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

মেয়েকে আত্মহত্যায় প্ররোচণায় মঙ্গলবার রাতে পল্টন থানায় মামলা দায়ের করেছিলেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার প্রধান জিন্নাত আরাকেও আসামি করা হয় এ মামলায়। এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে তিনজনকেই সাময়িক বরখাস্ত করা হয়। জানা গেছে, বাকি দুই শিক্ষককেও গ্রেফতারের চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ।

 

Exit mobile version