Site icon Jamuna Television

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী আটক

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট:

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টার দিকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আটক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা ও তার ছোট সত্যজিত পান্ডে মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, মাগুরা জেলা সদরের স্বপন পান্ডের মেয়ে সোমবার বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে তাকে সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়। পরে, জিজ্ঞাসাবাদ করলে ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসাবে স্বীকার করেন সুস্মিতা। তাদেরকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া বলেন, ইডেন কলেজ শাখা ছাত্রলীগ নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিত পান্ডে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন তাদের আটক করে। পরে আমার অধিন্যাস্ত পোর্ট থানায় হস্তান্তর করেছে। এখান থেকে তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানা হেফাজতে হস্তান্তর করা হবে।

/এসআইএন

Exit mobile version