Site icon Jamuna Television

শুক্রবারের মধ্যে খালেদা জিয়ার সব রিপোর্ট পাওয়া যাবে: ডা. জাহিদ

শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে। সোমবার (১৩ জানুয়ারি) নিয়মিত ব্রিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, লিভার ট্রান্সপ্লান্ট, হেপাটোলজি কনসালটেন্টসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতিতে আনা হতে পারে পরিবর্তন। রিপোর্ট ছাড়াই যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ জরুরি, তা নিতে আলাপ-আলোচনা করবেন চিকিৎসকরা।

চিকিৎসারত অবস্থায়ও খালেদা জিয়া দেশের খবর নিচ্ছেন বলেও জানান জাহিদ হোসেন। একইসাথে দেশবাসীর কাছে আবারও দোয়া চেয়েছেন তিনি।

/এএস

Exit mobile version