Site icon Jamuna Television

নাইজেরিয়ায় ভুল করে বিমান হামলায় ১৬ বেসামরিক নিহত

নাইজেরিয়ার জামফারা রাজ্যে একটি বিমান হামলায় অন্তত ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের ‘ভুল’ করে অপরাধী ভেবে এই হামলাটি চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, জামফারা প্রদেশের জুরমি ও মারাদুন এলাকায় এই হামলা হয়েছে। ভুলে এই হামলায় ১৬ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রদেশের গভর্নর দাউদা লাওয়াল। হামলার সত্যতা নিশ্চিত করেছে সেনাবাহিনীও। 

নাইজেরিয়ান এয়ার ফোর্স (এনএএফ) বলছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এক বিবৃতিতে তারা বলছে, এই বিমান হামলায় অনেক সন্ত্রাসীও মারা গেছে। তবে বেসামরিক নাগরিকও মারা গেছে বলে জানা গেছে। 

মূলত, দস্যুদের সঙ্গে লড়াই করছিলেন স্থানীয়রা। ওই সময় তারা দস্যুদের তাড়িয়ে বাড়ি ফিরে আসছিলেন। এমন সময় এই বিমান হামলা চালানো হয়।

/এআই

Exit mobile version