Site icon Jamuna Television

আইসিজে’র প্রেসিডেন্ট নাওয়াফ সালাম লেবাননের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট নাওয়াফ সালামকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) তাকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করা হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নাওয়াফ সালামকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা। তাদের অভিযোগ নতুন প্রধানমন্ত্রী বিরোধীদের বাদ দেয়ার জন্য কাজ করবেন।

সৌদি আরবের জোরালো চাপের পর গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন জোসেফ আউন। আর এরপরই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয়।  

বিশেষজ্ঞরা মনে করছেন, সালামের মনোনয়ন লেবাননের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায় সূচনা করবে। তবে এই পরিস্থিতি লেবাননের রাজনৈতিক অঙ্গনে আরও জটিলতা তৈরি করতে পারে।

এদিকে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দেশের বাইরে অবস্থানরত নাওয়াফ সালাম মঙ্গলবার দেশে ফিরবেন। সংসদের ১২৮ জন আইনপ্রণেতার মধ্যে ৮৪ জন তার সমর্থনে ভোট দিয়েছেন। এই প্রেক্ষিতে প্রেসিডেন্ট জোসেফ আউন তাকে সরকার গঠনের দায়িত্ব দিতে ডেকেছেন।

/এআই

Exit mobile version