Site icon Jamuna Television

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বাগেরহাটের শরণখোলা রেঞ্জের শৈল খালে র‍্যাব এর সাথে কথিত বন্দুকযুদ্ধে মোক্তার মোল্লা নামে একজন নিহত হয়েছে। র‍্যাবের দাবি, নিহত মোক্তার মোল্লা বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন।

র‍্যাব-৮ জানায়, পূর্ব সুন্দরবনের শৈল খালে টহল দেয়ার সময় বনের ভেতর থেকে ধোঁয়া উড়তে দেখে তাদের সন্দেহ হয়। তখন র‍্যাব সদস্যরা শরনখোলা রেঞ্জের ওই এলাকায় অভিযান চালালে বনের ভেতর থেকে গুলি করে দস্যুরা।

র‍্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মোক্তার মোল্লা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব। পরে স্থানীয় জেলে ও বাওয়ালীরা নিহত মোক্তার মোল্লাকে বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে শনাক্ত করেন।

Exit mobile version