Site icon Jamuna Television

কুকুরকে বাঁচাতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কর্ণাটকের মন্ত্রী, অল্পের জন্য রক্ষা

ভয়াবহ দুর্ঘটনা থেকে একটুর জন্য প্রাণে বেঁচে ফিরলেন ভারতের কর্ণাটকের মন্ত্রী লক্ষ্মী হেবালকার। মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় ভোরে রাজ্যের কিট্টুর এলাকার কাছাকাছি হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী গাড়িটি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, পুনে-বেঙ্গালুরুর জাতীয় মহাসড়ক দিয়ে লক্ষ্মী হেবালকারকে বহনকারী গাড়িটি চলছিল। হঠাৎ সড়কের ওপর চলে আসে একটি কুকুর। চালক কুকুরটিকে রক্ষা করতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে গিয়ে ধাক্কা দেয়।

এতে পুরোপুরি বিধ্বস্ত টোয়োটা ইনোভা হাইক্রস মডেলের প্রাইভেটকারটি। গাড়িটি এমনভাবেই দুমড়ে-মুচড়ে গেছে যে দুর্ঘটনার পর খুলে যায় ৬টি এয়ারব্যাগই। এতে মুখ, কোমড় ও মাথায় সামান্য আঘাত পেলেও বড় কোনো ইঞ্জুরি হয়নি মন্ত্রীর।

সংবাদমাধ্যমের খবর রাজনৈতিক একটি মিটিং শেষ করে ব্যাঙ্গালুরু থেকে বেলাগাভি ফিরছিলেন তিনি। সিদ্ধারামাইয়া নেতৃত্বাধীন সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন লক্ষ্মী হেবালকার।

/এনকে

Exit mobile version