
জামালপুর করেসপন্ডেন্ট:
জামালপুরের মেলান্দহে ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে আছে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন। এতে বন্ধ রয়েছে জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দুরমুট ফুলতলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে যায় ট্রেনটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রেলওয়ে পুলিশ জানায়, বিকেল ৩টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয় তিস্তা এক্সপ্রেস। পরে দুরমুট স্টেশন পার হওয়ার পরই ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনটির ইঞ্জিন মেরামতে কাজ করছে টেকনিশিয়ানরা। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। যাত্রীরা স্বাভাবিক রয়েছে।
জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন রওনা করেছে। খুব দ্রুতই এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
/এএম



Leave a reply