Site icon Jamuna Television

সাকরাইন উদযাপনে জমজমাট পুরান ঢাকা

ছবি: সংগৃহীত

সাকরাইন উৎসব বা মকর সংক্রান্তি উদযাপন করেছে পুরান ঢাকা। সপ্তাহব্যাপী প্রস্তুতি শেষে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর থেকে ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় দিনটির।

বাহারি রঙ আর নানা আকারের ঘুড়ি ওড়ানো হয় ভবনগুলোর ছাদ থেকে। পুরান ঢাকার বাসিন্দাদের পাশাপাশি রাজধানীর অন্য এলাকা থেকেও অনেকে যোগ দিয়েছেন এই সাকরাইন উৎসবে। এতে জমজমাট হয়ে ওঠে পুরান ঢাকা।

তরুণ প্রজন্মও নিজেদের মতো করে উদযাপন করেছে দিনটি। বিভিন্ন বাড়ির ছাদে আয়োজন করা হয় গান আর নাচের। সেখানে আতশবাজি আর আগুন খেলার আয়োজন চলে। পিঠা উৎসবের আয়োজনেও পিছিয়ে ছিল না তারা।

উল্লেখ্য, পৌষ মাসের ৩০ তারিখ পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব নামে পরিচিত। কোথাও কোথাও মকর সংক্রান্তি হিসেবেও পালন করা হয়।

পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব ‘পৌষ পার্বণ’ উদযাপিত হয়। এই উৎসবকে ঘিরে গ্রাম বাংলায় বাড়িতে বাড়িতে আয়োজন হয়ে থাকে বিভিন্ন রকমের পিঠা উৎসবের।

/এএম

Exit mobile version