Site icon Jamuna Television

সাবেক কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় আরও তিনজন গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, কক্সবাজার:

কক্সবাজারে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শাহরিয়ার পাপ্পু (২৯), গোলাম রসুল (২৫) ও ঋতু (২৩)। তাদের মৌলভীবাজারের কাপনা পাহাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার থেকে জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারে অবস্থান করছিল। একপর্যায়ে গতকাল সোমবার মধ্যরাতে টিপুর সঙ্গে কক্সবাজার ঘুরতে আসা নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। এদের মধ্যে ওই নারী কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর টিপুর সঙ্গে হোটেলে উঠেছিলেন। তবে ঘটনার পর থেকে তার সন্ধান মিলছিল না। এছাড়া অপর দুইজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন একটি হোটেলের সামনে কেসিসির সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা টিপুকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে খুলনার আরেক সাবেক কাউন্সিলর শেখ ইফতেখার হাসান সালু ও বন্ধু মেজবাহ উল্লাহ ভুট্টোকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে এখনও তাদের রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেনি আদালত।

/আরএইচ

Exit mobile version