Site icon Jamuna Television

লস অ্যাঞ্জেলসে আগুন নেভাতে ব্যবহৃত হচ্ছে বিশেষ বিমান ও হেলিকপ্টার

লস অ্যাঞ্জেলস’র দুর্গম এলাকা বা জঙ্গলের আগুন নেভাতে এখন বড় অবলম্বন হয়ে উঠেছে বিমান ও হেলিকপ্টার। চলমান দাবানল ঠেকাতে সর্বাধুনিক প্রযুক্তির বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইউএসএ টুডে এ তথ্য জানায়।

আগুন নেভাতে সবচেয়ে কার্যকর মনে করা হয় ‘সিএল-৪১৫’ বিমানকে। প্রতিবার ৬ হাজার লিটারের বেশি পানি প্রায় নির্ভুলভাবে ছেটাতে সক্ষম আগুনের ওপর। লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহৃত হচ্ছে এই বিমান।

দাবানল এলাকার উচ্চতামাত্রা এবং তীব্র ধোয়ার মধ্যেই কাজ করতে সক্ষম এই বিমান। শুধু পানিই নয় ছেটানো হচ্ছে বিশেষ রাসায়নিক। গোলাপি রঙের এই রাসায়নিক আগুন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শুধু বিমানই নয়, ঘন জঙ্গল এবং দুর্গম এলাকার আগুন নেভাতে ব্যবহৃত হচ্ছে এই বিশেষ হেলিক্প্টার। বিশেষভাবে তৈরী ঝুড়িতে, জলাশয় থেকে পানি সংগ্রহের পর তা ছেটানো হচ্ছে আগুনের ওপর।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ৬০টির বিমান ও হেলিকপ্টার ব্যবহৃত হচ্ছে লস অ্যাঞ্জেলেসের।

/এআই

Exit mobile version