Site icon Jamuna Television

উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দিচ্ছে না: এরশাদ

উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না দেয়ার অভিযোগ করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, কেউ আমাকে দমিয়ে রাখতে পারবে না।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই বনানী কার্যালয়ে গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের সামনে কয়েক মিনিট কথা বলেন এরশাদ। জাপা চেয়ারম্যান বলেন, তিনি মৃত্যুকে ভয় করেন না। নেতাকর্মীদেরও কোন ধরনের ভয় না পাওয়ার পরামর্শ দেন তিনি। নেতাকর্মীদের মাঝেই জাতীয় পার্টি চিরদিন বেঁচে থাকবে বলে মন্তব্য করেন এরশাদ।

এসময় তিনি দলের নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে সমর্থনের আহ্বান জানান তিনি।

Exit mobile version