Site icon Jamuna Television

ভারতীয়দের ভিসা প্রক্রিয়া কঠোর করলো সৌদি আরব

ভারতীয় কর্মীদের ভিসা প্রক্রিয়া কঠোর করল সৌদি আরব। এখন থেকে সৌদি যেতে ইচ্ছুক ভারতীয়দের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক-যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ার্ক ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে। সৌদি ভিসা পাওয়ার আগে আবেদনকারী ভারতীয়দের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।

জানা গেছে, ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের বিষয়টি ছয় মাস আগে প্রস্তাব করা হয়। মূলত সৌদিতে ভারতীয়দের সংখ্যা কমাতেই এই কঠোরতা। কারণ ভারত থেকে যেসব কর্মী সৌদি যান, তারা ততটা প্রশিক্ষিত থাকেন না। এক্ষেত্রে ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবকে দায়ী করা হয়।

/এআই

Exit mobile version