Site icon Jamuna Television

‘ভারতের সঙ্গে উগ্রবাদী আচরণ করে দেশের উন্নয়ন সম্ভব নয়’

ফাইল ছবি

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ভারতের সঙ্গে উগ্রবাদী আচরণ করে দেশের উন্নয়ন সম্ভব নয়।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘২৪ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ও জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাংলা একাডেমির সভাপতি বলেন, ভারতের সঙ্গে উগ্রবাদী আচরণ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। ভারত চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে আছে। আমাদের বাস্তবতা বুঝতে হবে।

আবুল কাশেম ফজলুল হক বলেন, কিছু সংস্কার করে কিছু বিষয় সংশোধন করে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র তৈরি করতে হবে। সব ক্ষেত্রে আবেগ দিয়ে কাজ না করে যৌক্তিক বিষয়গুলো সামনে এনে সংকট সমাধানে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তার ছায়ার সঙ্গে দেশের মানুষকে যুদ্ধ করতে হচ্ছে বলে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আলোচকরা।

তারা বলেন, সংস্কারের আগে নির্বাচনের প্রয়োজন নেই। যারা ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে, তারাই নির্বাচন চাচ্ছে। সকল রাজনৈতিক দলকে বিরোধ ভুলে ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক মতভেদ কাম্য নয়।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের ওপর ভরসা রেখে তাদের হাতে নতুন অগ্রযাত্রার মশাল তুলে দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে সক্রিয় ভূমিকার সঙ্গে সরকারকে সহযোগিতা করতে হবে।

/এএম

Exit mobile version