Site icon Jamuna Television

আরএসএস-প্রধানের মন্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বললেন রাহুল গান্ধি

ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের মন্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহিতা’র শামিল বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে কোটলা রোডে কংগ্রেসের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথ বলেন।

এর আগে, সোমবার (১৩ জানুয়ারি) ইন্দোরে এক অনুষ্ঠানে মোহন ভাগবত মন্তব্য করেছিলেন– ১৯৪৭ সালে নয়, ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে, যেদিন অযোধ্যায় রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ওই দিনেই দেশের সার্বভৌমত্ব নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে।

ওই মন্তব্য ঘিরে রাহুল গান্ধির ভাষ্য– ভাগবত যে মন্তব্য করেছেন, তা শুধু স্বাধীনতার অপমান নয়, রাষ্ট্রদ্রোহী মন্তব্য। এটা অন্য কোনো দেশে হলে এতোক্ষণে তাকে গ্রেফতার করা হতো, বিচারের মুখোমুখি করা হতো আরএসএস প্রধানকে।

কংগ্রেস নেতা বলেন, মোহন ভাগবত প্রত্যেক দেশবাসীকে অপমান করেছেন। অসম্মান করেছেন। সংবিধানের অমর্যাদা করেছেন এই মন্তব্য করে যে, সংবিধান আমাদের স্বাধীনতার প্রতীক নয়। সময় এসেছে এ ধরনের চিন্তাধারার বিরুদ্ধে লড়াইয়ের।

আরএসএস অবশ্য বলেছে, সংঘপ্রধানের মন্তব্যের বিকৃত ব্যাখ্যা করা হচ্ছে। তাদের ব্যাখ্যা, রামমন্দিরে প্রাণ প্রতিষ্ঠার দিনটিকে সংঘপ্রধান দেশবাসীর আত্মজাগরণের দিন হিসেবে তুলে ধরার কথা বলেছিলেন।

/এএম

Exit mobile version