
রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুরের এমপি কাজী আবদুল ওয়াদুদ দারার শটগানের গুলিতে আহত হয়েছেন আশিক ইকবাল (৩৫) নামে এক যুবক। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।
জানা যায়, নিয়ম অনুসারে বৈধ বন্দুক শটগানের মালিকরা লাইসেন্স নবায়ন করতে উপজেলা পরিষদে আসেন। সেখানে পুঠিয়া দুর্গাপুরের সাংসদ আব্দুল ওয়াদুদ দারার শটগানটি লাইসেন্স নবায়ন ও পরীক্ষার জন্য নিয়ে আসেন তার ছোট ভাই কাজী সুজা। ম্যাজিস্ট্রেটের সামনে এমপির ভাই শটগানটি পরীক্ষা করতে গিয়ে টিগারে চাপ দিলে গুলি বের হয়ে সেখানে আশিক ইকবালের পায়ের গোড়ালিতে আঘাত করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ধারণা করা হচ্ছে শটগানটিতে আগে থেকেই গুলি লোড করা ছিল। ফলে বিষয়টি সম্পূর্ণ অসাবধানতাবশত ঘটেছে। তবে আমাদের সৌভাগ্য যে, কোনো বড় ধরনের কিছু ঘটেনি। আহত ব্যক্তির দুই পায়ে গুলির খোসা ছিটে গিয়ে তার পায়ে লেগে সামান্য রক্তপাত হয়েছে।
 
				
				
				
 
				
				
			


Leave a reply