Site icon Jamuna Television

ভূখণ্ড ভাগ করার ষড়যন্ত্র চলছে: হাসনাত আব্দুল্লাহ

বাংলাদেশের ভূখণ্ড বিভাজনে দেশীয় ও বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমাদের সবার পরিচয় বাংলাদেশি, এরপর প্রত্যক ব্যক্তি নিজ নিজ জাতিগত পরিচয়ে বসবাস করবে।

বুধবার (১৫ জানুয়ারি) এনসিটিবির সামনে হামলায় জাড়িতদের বিচারের দাবিতে, এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।হাসনাত বলেন, ফ্যাসিবাদের শাসন আমলে যে ট্যাগিং ব্লেমিংয়ের রাজনীতি ছিল, তার পুনঃরাবৃত্তি করা হচ্ছে।

তিনি বলেন, আজকে ঘোষণা দিয়ে এনসিটিবির সামনে হামলা করা হয়েছে। এ ঘটনায় হাসনাত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অবহেলার অভিযোগ আনেন। তিনি বলেন, ফ্যাসিবাদের সময় নিষিদ্ধ ছাত্র সংগঠন একটি স্লোগান দিতো, তা হলো- তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর এই স্লোগান ছাত্র-জনতা প্রত্যাখ্যান করেছে।

এছাড়াও হাসনাত আরও বলেন, মুজিববাদী সংবিধানে সবাইকে এক জাতিসত্তায় গাঁথতে চেয়েছে। এর মাধ্যমে বাঙালি ছাড়াও দেশে যে অন্যান্য জাতিসত্তা রয়েছে, তাদের অস্বীকার করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে কথা বলেন, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। এসময় তিনি জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারে বিলম্ব নিয়ে কথা বলেন। তিনি বলেন, বিচার শুধুমাত্র গালগল্পের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। বিচার দৃশ্যমান হতে হবে।

/এটিএম

Exit mobile version