Site icon Jamuna Television

সহকর্মীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষককে মেরে পুলিশে দিলো স্থানীয়রা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মোহরা এলাকায় পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক দেদুল বড়ুয়ার বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের আরেক শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে স্কুলের প্রধান ফটক বন্ধ করে ধর্ষণচেষ্টার সময় ওই শিক্ষককে আটক করে স্থানীয়রা। পরে তাকে মারধর করে ক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা।

স্থানীয়রা বলেন, দেদুল বড়ুয়া দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানের শিক্ষিকা ও ছাত্রীদের শারিরীক হেনস্তা করে আসছিলো। আজও স্কুলটির এক শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিক্ষিকাকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেয়া হয়।

যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন ওই অভিযুক্ত প্রধান শিক্ষক। চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তিনি।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভির আহমেদ বলেন, এলাকাবাসী ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে দুই ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবিষয়ে ভুক্তভোগী নারী শিক্ষকের সাথে বিস্তারিত কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

/এমএইচ

Exit mobile version