আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শপথ অনুষ্ঠানকে ঘিরে নেয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ট্রাম্পের নিরাপত্তার কথা মাথায় রেখে ইতোমধ্যেই কাজ শুরু করেছে নিরাপত্তা কর্মীরা।
এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নিরাপত্তা বলয় তৈরির কাজ। গড়ে তোলা হচ্ছে ৩০ মাইল (৪৮ কিমি) লম্বা কালো রং এর অস্থায়ী বেষ্টনি। মোতায়েন হচ্ছে ২৫ হাজার বাড়তি আইনপ্রয়োগকারী কর্মকর্তা।
অভিষেক অনুষ্ঠানে দর্শকশ্রোতাদের নিরাপত্তা তল্লাশির জন্য বসানো হচ্ছে চেকপয়েন্ট। থাকছে সিসিটিভি ক্যামেরাও।
অতিরিক্ত কর্মীও নিয়োগ করা হচ্ছে দেখভাল করার জন্য। দর্শকদেরও তল্লাশি করে তারপরে প্রবেশ করতে দেয়া হবে শপথ অনুষ্ঠানে।
ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের সিঁড়িতে আগামী সপ্তাহে সোমবার শপথ নেয়ার পর হোয়াইট হাউজে যাত্রা করবেন ট্রাম্প। তবে ট্রাম্পের নিরাপত্তারক্ষীরা যথেষ্ট উদ্বিগ্নে রয়েছে। কেননা সম্প্রতি বেশ কিছু অপ্রীতিকর ঘটনা এরই মধ্যে ঘটেছে।
এদিকে ট্রাম্প বিরোধীরা বিক্ষোভে যোগ দিয়েছে। তবে নিরাপত্তার যাতে কোন ত্রুটি না থাকে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পও গতবছর নির্বাচনি প্রচারের সময় থেকেই হুমকির মুখোমুখি হয়ে আসছেন। তাকে হত্যার চেষ্টা চলেছে একাধিকবার। তাই শপথ অনুষ্ঠানে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইদিকে নজর রয়েছে নিরাপত্তাকর্মীদের। এর আগে ২০১৬-২০ মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান তিনি।
/এমএইচআর

