Site icon Jamuna Television

যুদ্ধবিরতির ঘোষণায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাস দেখুন ছবিতে

অবশেষে গাজায় যুদ্ধবিরতির বহু আকাঙ্ক্ষিত ঘোষণা এলো। বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে যখন সবসময়ই প্রাণভয়ে থাকতে হচ্ছে ফিলিস্তিনের বাসিন্দাদের তখন এমন ঘোষণা স্থানীয়দের মধ্যে প্রাণেরসঞ্চার ঘটিয়েছে। তাইতো যুদ্ধবিরতির ঘোষণার পর রাতেই আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন ফিলিস্তিনিরা। বাসিন্দাদের উল্লাসের ১০টি ছবি তুলে ধরা হলো যমুনা টিভির পাঠকদের জন্য। ছবিগুলো নেয়া হয়েছে, কাতারভিত্তিক সংবাদ আল-জাজিরা থেকে।

যুদ্ধবিরতির ঘোষণার খবরে হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করছেন
দক্ষিণ গাজার খান ইউনিসে উল্লাসে মেতে ওঠেন ফিলিস্তিনের বাসিন্দারা
কাতারের প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতির ঘোষণার পর নেচে-গেয়ে আনন্দে মেতেছেন ফিলিস্তিনের বাসিন্দারা
যুদ্ধবিরতের খবরে রাতেই মধ্য গাজার দেইর-ইল-বালাহতে আনন্দে-উল্লাসে মাতেন নারীরাও
একটি ঘোষণা যেন উপাত্যকাবাসীর মনে প্রাণের সঞ্চার ঘটিয়েছে। তার প্রতিচ্ছবি বাসিন্দাদের চোখে-মুখে
দক্ষিণ গাজার খান ইউনিসে পার্টি স্প্রে ছিটিয়ে যুদ্ধবিরতির ঘোষণায় উল্লাস প্রকাশ
খান ইউনিসে সড়কের পাশে টেলিভিশনে যুদ্ধবিরতির খবর দেখছেন ফিলিস্তিনিরা
বুধবারের রাতটি ছিল ফিলিস্তিনি বাসিন্দাদের উদযাপনের……
দেইর-ইল-বালাহতে সহযোদ্ধার পিঠে চড়ে ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছেন এই তরুণ
ফিলিস্তিনের নাগরিকরা ও সাংবাদিকরা গাজা শহরে যুদ্ধবিরতির ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন

/এনকে

Exit mobile version