Site icon Jamuna Television

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু আজ, দুপুরে লড়বে ঢাকা-বরিশাল

দুই দিন বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। অপর ম্যাচে চিটাগং কিংস লড়বে খুলনা টাইগার্সের বিপক্ষে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। যেখানে টেবিলের তিনে থাকা ফরচুন বরিশালের প্রতিপক্ষ আসরে মাত্র ১ জয় পাওয়া ঢাকা ক্যাপিটালস। টানা ছয় হারের পর রাজশাহীর বিপক্ষে রেকর্ড জয়ে সিলেট পর্ব শেষ করে লিটন-তানজিদরা। বিপরীতে ৫ ম্যাচে তিন জয়ের বিপরীতে ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে তামিম ইকবালের দল।

সন্ধ্যা সাড়ে ৬টায় ঘরের মাঠে খুলনা টাইগার্সকে আতিথ্য দেবে টেবিলের দুইয়ে থাকা চিটাগং কিংস। টানা তিন জয়ে দারুণ ছন্দে রয়েছে চট্টলার দলটি। আসরে তাদের একমাত্র হার খুলনার বিপক্ষে। এবার ঘরের মাঠে প্রতিশোধের মিশন শামীম-ইমনদের সামনে। বিপরীতে ৫ ম্যাচে ২ জয়ে টেবিলের চারে খুলনা টাইগার্স।

/এনকে

Exit mobile version