Site icon Jamuna Television

নির্বাচনে আমার জয়ের ফলেই যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছে: ট্রাম্প

গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার ঐতিহাসিক বিজয়ের ফলেই এ চুক্তি সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টা ২৪ মিনিটে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। তিনি লেখেন, গত নির্বাচনে তার জয় বিশ্বকে সংকেত দিয়েছে যে তার প্রশাসন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবে সেইসাথে সব আমেরিকান ও মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

তিনি আরও লেখেন, এই খবরে তিনি আনন্দিত যে আমেরিকান ও ইসরায়েলি জিম্মিরা বাড়ি ফিরতে পারবে।

ট্রাম্প তার মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে স্টিভ উইটকফের নাম উল্লেখ করে বলেন, স্টিভ ও জাতীয় নিরাপত্তা দল ইসরায়েল ও আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে।

ট্রাম্প বলেন, তার দল শক্তির মাধ্যমে শান্তি প্রচারের কাজ পুরো অঞ্চলে চালিয়ে যাবে এবং আব্রাহাম চুক্তির গতি কাজে লাগিয়ে আরও অগ্রগতি সাধন করবে। এটি আমেরিকার জন্য এবং প্রকৃতপক্ষে পুরো বিশ্বের জন্য মহান কিছু অর্জনের শুভ সূচনা।

ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট।

যুদ্ধবিরতির আলোচনায় কাতার ছিল প্রধান মধ্যস্থতাকারীদের মধ্যে একটি। বিবিসির গাজা প্রতিনিধি রুশদি আবু আলোফ বলেন, চুক্তিটি গাজার কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষের ঘরে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। হামাস প্রায় আড়াইশজনকে জিম্মি করে। এরপর ইসরায়েল গাজায় হামলা চালায়। ইসরায়েল বলছে, হামাস এখনও ৯৪ জনকে জিম্মি করে রেখেছে। এর মধ্যে ৩৪ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে যুদ্ধে ইসরায়েলের হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১০ হাজার ২৬৫ জন। তবে আহত-নিহতের সংখ্যা এর চেয়েও বেশি বলে ধারণা করছে একাধিক পশ্চিমা গণমাধ্যম।

/এমএইচআর

Exit mobile version