Site icon Jamuna Television

রাজধানীর বনানীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

রাজধানীর বনানীতে রাকিব (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাকিব বনানীর ১৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি বলে জানা গেছে।

বনানীর টিএন্ডটি কলোনিতে বৃহস্পতিবার রাতে রাকিবের উপর হামলা চালায় দৃর্বৃত্তরা। রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এ সময় নুর ইসলাম নামে তার এক সহযোগীও সন্ত্রাসী হামলায় আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) সায়হান অলিউল্লাহ জানান, খবর শুনে পুলিশ সেখানে গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version