Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় ‘গোলাগুলিতে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গায় ধুলো মন্ডল ও ঝন্টু নামে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে। পুলিশের দাবি দু’দল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন তারা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার গোবিন্দহুদা গ্রামের এক মাঠে এ গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত ঝন্টু দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ও ধুলো চারুলিয়া গ্রামের শমসের আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ওসি সুকুমার বিশ্বাস জানান, গোবিন্দহুদা গ্রামে দুপক্ষের গোলাগুলি চলছে এমন খবর পেয়ে রাত একটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী ঝন্টু ও সন্ত্রাসী ধুলোর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি উদ্ধার করা হয় একটি এলজি, দুই রাউন্ড গুলি, ছয়টি হাতবোমা ও তিন বস্তা ফেন্সিডিল। নিহত ঝন্টু স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে। নিহত অপর সন্ত্রাসী ধুলোর বিরুদ্ধে ৬টি হত্যাসহ একডজনেরও বেশি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Exit mobile version