Site icon Jamuna Television

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

দ্বিতীয় দিনের মতো মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি চলছে। ১৬১ থেকে ৩১০ ক্রমিক পর্যন্ত শুনানি হচ্ছে আজ।

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রথম দিনে ১ থেকে ১৬০ পর্যন্ত ক্রমিক নম্বরের আপিল নিষ্পত্তি হয়। প্রার্থিতা ফিরে পান বিএনপির ৩৭ প্রার্থী। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট ভুক্ত দলের কয়েকজনের আপিলও গৃহীত হয়। তবে ৭৬ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। বাকি চারজনের সিদ্ধান্তের বিষয়টি স্থগিত অবস্থায় আছে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন আপিল শুনানি করছেন। শনিবার শেষ দিনে হবে ৩১১ থেকে ৫৪৩ নম্বর ক্রমিকের শুনানি।

Exit mobile version