Site icon Jamuna Television

সর্বদলীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে: জামায়াতের সেক্রেটারি জেনারেল

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। জানান, জুলাই অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র প্রয়োজন বলে বৈঠকে সবাই ঐক্যমত্য পোষণ করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই-আগস্ট অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা। সেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গোলাম পরোয়ার বলেন, বৈঠকে আমাদের মতামত পেশ করেছি। মোটা দাগে বলতে চাই, উপস্থিত সবাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঐক্যের পথে পরিচালনার স্বার্থে একমত হয়েছে।

তিনি বলেন, সাবজেক্ট টু সাবজেক্ট আলোচনার পরিবেশ বা সময় ছিল না। আমরা পরামর্শ দিয়েছি সরকারের এমন দলিল তৈরিতে অস্থিরতা, সমন্বয়হীনতার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, অনেক মৌলিক জিনিস এই ঘোষণাপত্রের কাঠামো থেকে বাদ পড়েছে। অনেক আলেম ওলামার ত্যাগের ব্যাপার ঘোষণাপত্রে বাদ পড়েছে। এমন প্রক্রিয়া হওয়া দরকার যেন সব পক্ষ মতামত দিতে পারে। আজকের আলোচনাটি প্রাথমিক। কিছু অসংলগ্নতা আছে এটা অনেকেই তুলে ধরেছেন। আবার আমাদের ডাকা হবে।

/এটিএম

Exit mobile version