Site icon Jamuna Television

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হলেন আবদুল্লাহ্-আল্-জাহিদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পরিচালক আবদুল্লাহ্-আল্-জাহিদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পরিচালক থেকে মহাপরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

আবদুল্লাহ্-আল্-জাহিদ ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। পরে ঢাকা কলেজ থেকে পাশ করেন এইচএসসি।

পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি থাইল্যান্ডের এআইটি এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া থেকে বিশেষ কোর্স সম্পন্ন করেন।

এছাড়াও তিনি চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এবং আমেরিকার আটলান্টায় বিভিন্ন ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। তার সহধর্মিণী বিসিএস স্বাস্থ্য ক্যাডারের একজন কর্মকর্তা এবং প্রখ্যাত গাইনোকলজিস্ট।

/এআই

Exit mobile version