Site icon Jamuna Television

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানালো সৌদি আরব

গাজায় যুদ্ধবিরতি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। দেশটির পাশাপাশি কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার জন্য বেশ প্রশংসা করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। বুধবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা এবং ফিলিস্তিনি ও আরব ভূমি থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের ওপর জোর দিয়েছে সৌদি।

এটি সংঘাতের অন্তর্নিহিত কারণগুলো সমাধান করে ফিলিস্তিনি জনগণকে তাদের অধিকার নিশ্চিত করতে সক্ষম করে চুক্তিটি বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরেছে দেশটি। যার মধ্যে প্রধান হল ১৯৬৭ সালে সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

সৌদি আরব আশা প্রকাশ করেছে যে যুদ্ধবিরতি চুক্তিটির মধ্য দিয়ে ইসরায়েলি-হামাস যুদ্ধের স্থায়ী অবসান ঘটাবে সম্মত হবে।

/এআই

Exit mobile version