
রাজবাড়ী প্রতিনিধি:
দীর্ঘ প্রায় ৯ বছর পর বিদেশ থেকে ফিরে স্ত্রী পপির (৩০) গলায় ফাঁস নেয়া ঝুলন্ত মরদেহ পেয়েছেন এক প্রবাসী স্বামী। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রির পাড়ার পূর্ব তেনাপচা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত গৃহবধূ ওই এলাকার প্রবাসী আলামিনের স্ত্রী এবং এক ছেলে সন্তানের জননী।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, প্রায় সাড়ে ৮-৯ বছর আগে ওই গৃহবধূর স্বামী ইরাকে যায় এবং সে আজ দেশে আসে। দীর্ঘদিন পর সে দেশে আসার খবরে নিকট আত্মীয়-স্বজন তাকে এয়ারপোর্টে আনতে যায়। যাবার সময় অন্যরা গৃহবধূসহ তার জা’কে বাড়িতে থাকতে বলে।
ওসি জানান, দুপুর সোয়া ১২টার দিকে প্রবাস ফেরত আলমিন বাড়িতে ফিরে প্রথমে তার বাবার কবর জিয়ারত করতে যান। এসময় তার ৮ম শ্রেণি পড়ুয়া ছেলে মাকে ডাকতে ঘরের সামনে গেলে দরজা বন্ধ পায়। তখন সবাইকে ডাকাডাকি করে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে তার পরিহিত কাপড় দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে বলেন ওসি।
/এটিএম



Leave a reply