Site icon Jamuna Television

‘টুইন পিকস’ সিরিজের নির্মাতা ডেভিড লিঞ্চ আর নেই

ডেভিড লিঞ্চ। যিনি মূলধারার সিরিজে উদ্ভট, র‍্যাডিকাল এবং পরীক্ষামূলক বিষয় নিয়ে সফল নির্মাতা হিসেবে নিজেকে প্রমান করেছেন। আজ ৭৮ বছর বয়সে মারা গেছেন মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ইউএস ম্যাগাজিন ভ্যারাইটি এ তথ্য জানায়।

তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে লেখা হয়েছে, গভীর দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে ডেভিড আর নেই। আশা করছি, ডেভিড ভক্তদের হৃদয়ে স্থান পেয়েছে। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয়।

গত বছরের আগস্টে, লিঞ্চ বলেছিলেন যে তার এমফিসেমা ধরা পড়েছে। এরপর নভেম্বরে তিনি তার শ্বাসকষ্ট সম্পর্কে অনেক কথা শেয়ার করেন। তিনি বলেন, ‘ আমি ঘরের এক রুম থেকে অন্য রুমে হেঁটে যেতে পারি না। আপনার কাছে এমন মনে হবে যেন আপনি মাথায় প্লাস্টিকের ব্যাগ পরে ঘুরে বেড়াচ্ছেন।’

১৯৯০ সালে, তিনি লেখক মার্ক ফ্রস্টের সাথে “টুইন পিকস” নামে একটি টিভি ড্রামা তৈরি করে। এই সিরিজটি আমেরিকান টিভিতে বিপ্লব আনে।

১৯৯০ সালের এপ্রিলে ‘টুইন পিকস’ নাটকটির প্রিমিয়ার হয়। ড্রামায় এফবিআই এজেন্ট ডেইল কুপারের চরিত্রটি করেছেন কাইল ম্যাকলকলেন। বেস্ট টিভি সিরিজে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন কাইল। এদিকে, বেস্ট ডিরেক্টর হিসেবে চারবার অস্কারে মনোনীত হয়েছেন লিঞ্চ। এছাড়াও লাইফটাইম অনারারি অস্কার পেয়েছেন তিনি।

/এআই

Exit mobile version