Site icon Jamuna Television

আইপিএল নিলামে উঠছেন ১০ বাংলাদেশি ক্রিকেটার, নেই মোস্তাফিজ

সেই ২০১১ সাল থেকে আইপিএল খেলে আসছেন সাকিব আল হাসান। এবারও তাকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। গেল তিন মৌসুম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলেছেন মোস্তাফিজুর রহমান। তবে এবার তাকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।

আইপিএলের দ্বাদশ আসরের পরবর্তী নিলাম হবে ১৮ ডিসেম্বর। সেই নিলামের জন্য ৯ ক্রিকেটারের তালিকা পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ তালিকায় সবচেয়ে বড় চমক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষিক্ত হওয়া অফস্পিনার নাঈম হাসান। বাকি আট ক্রিকেটার হচ্ছেন-তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন দাস, ইমরুল কায়েস ও আবু হায়দার রনি।

চমক নাঈম হলেও সবচেয়ে বড় বিস্ময় মোস্তাফিজ। আইপিএল নিলামে নামই দেননি তিনি। চোটে পড়ার শংকা থাকায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে খেলতে দিতে অসংখ্যবার আপত্তি জানিয়েছে বিসিবি। এ কারণে নিলামে নামই দেননি কাটার মাস্টার।

এবারের আইপিএলে অংশ নেবে আট ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেয়ার কাজ সেরে ফেলেছে তারা। বাকি আছে ৭০ জনের জায়গা। এ জায়গায় লড়বেন এক হাজার ৩ ক্রিকেটার। এখন দেখার বিষয়, সেই লড়াইয়ে বাংলাদেশের কে জেতেন।

২০১৯ সালের ২৯ মার্চ শুরু হবে মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্ট।

Exit mobile version