Site icon Jamuna Television

দিয়ালোর হ্যাটট্রিকে সহজ জয় ম্যানচেস্টারের

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাউটেড। আমাদ দিয়ালোর ১২ মিনিটের হ্যাটট্রিকে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা।

ওল্ড ট্রাফোর্ডে ছন্নছাড়া প্রথমার্ধে শুরুটা ভালো করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। উল্টো খেলার ৪৩ মিনিটের মাথায় আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তলানির দল সাউদাম্পটনের বিপক্ষে ৮১ মিনিট পর্যন্ত হারের শঙ্কায় ছিল ম্যানইউ।

তবে আমাদ দিয়োলোর একক নৈপুণ্যে ঘুরে দাঁড়ায় আমোরিমের দল। ৮২ মিনিটে দলকে সমতায় ফেরানোর পর ৯০ মিনিটে লিড এনে দেন কোত দি ভোয়ার এই স্ট্রাইকার। আর ইনজুরি টাইমে সাউদাম্পটনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন দিয়ালো।

ব্যর্থতায় ভরা মৌসুমে এবারের লিগে সপ্তম জয়ের দেখা পেল ম্যানইউ। ২১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে উঠে এসেছে রেড ডেভিলসরা। ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে সাউদাম্পটন।

পয়েন্ট টেবিলের শীর্ষে যথারীতি লিভারপুল, ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। দুইয়ে আর্সেনাল এবং তিনে নটিংহ্যাম ফরেস্ট। ম্যান সিটি রয়েছে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে।

/এএম

Exit mobile version