Site icon Jamuna Television

দ্রুততম সময়ে গণতান্ত্রিক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: এরিক গারসেটি

দ্রুততম সময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত উভয়দেশ। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি একে ওপরের সঙ্গে শেয়ার করি।

বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমরা স্পষ্ট করে দিতে চাই-বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দেশে ধর্মীয় সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয়। আমি মনে করি সামনে একটি সুযোগ আছে।

তিনি আরও বলেন, অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এখন নয়। বরং যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কী করতে পারে তা নিয়ে ভাবতে হবে।

/এটিএম

Exit mobile version