Site icon Jamuna Television

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, মিরপুরের কালশী এলাকার পোশাক শ্রমিক সিয়াম এবং আসাদগেট এলাকায় সিএনজি আরোহী কাপড় ব্যবসায়ী আদম আলী। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আড়াইটার মধ্যে দুর্ঘটনাগুলো ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

/এমএইচ

Exit mobile version