Site icon Jamuna Television

ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের চূড়ান্তপ্রার্থী নায়ক ফারুক

ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট-ভাসানটেক) আসনে আওয়ামী লীগ থেকে চিত্রনায়ক আকবার হোসেন পাঠান ওরফে নায়ক ফারুককে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ সকালে যেসব আসনে একাধিক প্রার্থী রয়েছে সেসব আসনে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দেয়া হয়। সেখানে ঢাকা ১৭ আসেন আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী হিসেবে আকবার হোসেন পাঠান ওরফে নায়ক ফারুককে চূড়ান্ত প্রার্থীর চিঠি দেয়া হয়।

এরআগে নায়ক ফারুককে দলীয় মনোনয়ন দিলেও পরে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদেরকে মনোনয়ন দেয়া হয়। তবে আজ চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় ঢাকা ১৭ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন চিত্রনায়ক ফারুক।

এই আসন থেকে ২০০৮ সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদ। ২০১৪ সালে নির্বাচনে জয় পেয়েছিলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ।

Exit mobile version