Site icon Jamuna Television

দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন প্রয়োজন: এ্যানি

লক্ষ্মীপুর করেসপনডেন্ট:

অন্তর্বর্তীকালীন সরকার অল্প কিছু সময়ের জন্য দায়িত্ব নিয়েছে। আর নির্বাচিত সরকার ৫ বছরের জন্য দায়িত্ব নেবেন। এতে দেশে স্থিতিশীলতা আসবে— এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে জেলার চৌপল্লী কালিদাস উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক দল আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ব্যবসা ও অর্থনীতির, আইনশৃঙ্খলা রক্ষার জন্য স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন। নির্বাচন ছাড়া এই স্থিতিশীলতা ফিরবে না। এ সময় দ্রুত নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা একসাথে মিলেই ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমরা জেলখানায়ও একসাথে ছিলাম। পরাজিতরা আমাদের মাঝে ফাটল ধরাতে চাইবেই। এজন্য আমাদের বিশেষভাবে সজাগ থাকতে হবে।

/আরএইচ

Exit mobile version