নতুন বাংলাদেশ তৈরি করতে হলে আত্মত্যাগীদের ত্যাগকে শ্রদ্ধা জানাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অনেকের প্রাণ দিতে হয়েছে। এই ত্যাগটাকে যদি আমরা সত্যিকার অর্থে কাজে লাগাতে চাই, তাহলে এই আত্মত্যাগীদের শ্রদ্ধা জানিয়ে আমাদের এবার একটা নতুন বাংলাদেশ গড়তে হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে এ মন্তব্য করেন ওই কলেজের প্রাক্তন শিক্ষার্থী মির্জা ফখরুল। মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি রিসোর্টে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, আমরা সকলে হিংসা বিভেদ ভুলে যেন নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা অনেক দূর এগিয়েছি। আরও অনেক দূর এগুতে হবে।
এ সময় তিনি ঢাকা কলেজকে নিয়ে বলতে গিয়ে কলেজটির ঐতিহ্যও তুলে ধরেন। বলেন, আমার বিশ্বাস ঢাকা কলেজ অনেক সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। মেধার ক্ষেত্রেও ঢাকা কলেজের নেতৃত্ব দেয়ার সময় এসেছে।
/এমএন

