Site icon Jamuna Television

নৌকার চূড়ান্ত টিকেট পেল ছয় শরিকের ১৬ প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করেছে আওয়ামী লীগ। সেখানে মহাজোট থেকে শরিক দলের মধ্যে আসন বণ্টন করা হয়। শরিকদের মধ্যে ওয়ার্কার্স পার্টি ৫টি,   জাসদ (ইনু ) ৩টি, বিকল্পধারা বাংলাদেশ ৩ টি,  জেপি  (মঞ্জু) ২টি আসন, তরিকত ফেডারেশন ২টি ও জাসদ (আম্বিয়া) একটি করে আসন দেয়া  হয়। এসব শরিক দলের প্রার্থীরা নৌকা প্রতীকে  নির্বাচন করবেন।

ওয়ার্কাস পার্টি: রাশেদ খান মেনন (ঢাকা-৮), ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২), মোস্তফা লুৎফুল্লাহ (সাতক্ষীরা-১), টিপু সুলতান (বরিশাল-৩), ইয়াসিন আলী (ঠাকুরগাঁও-৩)

জাসদ: হাসানুল হক ইনু (কুষ্টিয়া-২), শিরীন আখতার (ফেনী-১), রেজাউল করিম তানসেন (বগুড়া-৪)।

বিকল্পধারা: এমএ মান্নান (লক্ষ্মীপুর-৪), মাহী বি চৌধুরী (মুন্সীগঞ্জ-১) ও এফএম শাহীন (মৌলভীবাজার-২)

জেপি: আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২), রুহুল আমিন (কুড়িগ্রাম-৪)

তরিকত ফেডারেশন: সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (চট্টগ্রাম-২) ও আনোয়ার খান (লক্ষ্মীপুর ১)

জাসদ (আম্বিয়া): মঈনুদ্দিন খান বাদল (চট্টগ্রাম-৮)

Exit mobile version