Site icon Jamuna Television

হাসপাতালের সামনে অবহেলায় মৃত্যু গুলিবিদ্ধ ইসমাইলের, গ্রেফতার ৫

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরার ডেলটা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে রিকশাচালক ইসমাইল নিহতের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, শহীদ ইসমাইলের চিকিৎসার অবহেলা সংক্রান্ত বিষয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ওই ৫ জনের অবস্থান নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার তানভীর হাসান জোহা। তারপর হাসপাতাল এলাকা থেকে হাতিরঝিল পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন চিকিৎসক, ২ জন নার্স ও দুই জন নিরাপত্তাকর্মী রয়েছেন।

ভিডিও বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে আন্দোলন চলাকালে গুলি খেয়ে আছড়ে পড়ে রিকশাচালক ইসমাইল। পরে সে হামাগুড়ি দিয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কাছে সহোযোগিতা চায়। তাকে মৃত্যুর মুখে দেখেও কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপরই প্রাণ হারায় ইসমাইল।

/এএস

Exit mobile version