Site icon Jamuna Television

রোববার মুক্তি পাচ্ছে ৯৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের পতাকা হাতে এক যুবক। ফাইল ছবি: রয়টার্স

গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর দফতর।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সরকার জিম্মি ফেরত পরিকল্পনার অনুমোদন দিয়েছে। আগামীকাল রোববার থেকে কার্যকর হচ্ছে এই পরিকল্পনা।

অপরদিকে, ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিন রোববার দেশটির বিভিন্ন কারাগারে বন্দি ৯৫ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে মুক্তি দেয়া হবে ৩ ইসরায়েলি জিম্মিকে।

মুক্তির প্রতিক্ষায় থাকাদের মধ্যে ৬৯ জন নারী, ১৬ জন পুরুষ এবং ১০ জন অপ্রাপ্তবয়স্ক। সেই ৯৫ জনের নামও প্রকাশ করেছে বিচার বিষয়ক মন্ত্রণালয়। এ দফায় মুক্তি পেতে যাওয়া সবচেয়ে কম বয়সী বন্দির বয়স ১৬ বছর।

৯৫ জনের মধ্যে মাত্র ৭ জন ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে গ্রেফতার হয়েছিলেন। বাকিরা আটক হন আগ্রাসন শুরুর পর।

প্রসঙ্গত, গত বুধবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জানান, গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে উপত্যকা নিয়ন্ত্রণকারীর রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

/এমএইচআর

Exit mobile version