Site icon Jamuna Television

বিদায়ী সংবাদ সম্মেলনে ব্লিনকেনকে কড়া প্রশ্ন করে নাজেহাল দুই সাংবাদিক

বিদায়ী সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকের তোপের মুখে পড়লেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনঙ্কেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে এই সংবাদ সম্মেলন হয়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নির্বিচারে হাজারও মানুষকে হত্যার পরও ইসরায়েলকে সমর্থনের জন্য ব্লিনঙ্কেনকে প্রশ্নবাণে জর্জরিত করেন ওই সাংবাদিকেরা। এ সময় সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তাকর্মীদের দুই সাংবাদিককে জোর করে ওই কক্ষের বাইরে নিয়ে যেতে দেখা যায়।

স্যাম হুসেইনি নামের একজন সাংবাদিক চিৎকার করে বলেন, ‘অপরাধী!’ এ সময় নিরাপত্তাকর্মীরা হুসেইনিকে জোর করে কক্ষের বাইরে নিয়ে যায়। বাইরে নেওয়ার সময়ও তিনি অ্যান্টনি ব্লিনঙ্কেনের উদ্দেশে অবমাননাকর নানা প্রশ্ন ছুঁড়তে থাকেন।

এছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে সমালোচনামুখর সংবাদমাধ্যম গ্রেজোনের সম্পাদক ম্যাক্স ব্লুমেনথালের তোপে পড়েন ব্লিঙ্কেন। ব্লুমেনথালকেও নিরাপত্তাকর্মীরা ওই কক্ষের বাইরে নিয়ে যান।

/এআই

Exit mobile version