Site icon Jamuna Television

মুলতান টেস্ট: সৌদ-রিজওয়ানের ব্যাটে ২৩০ এ থামলো পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুলতান টেস্টে লড়ছে স্বাগতিক পাকিস্তান। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ২৩০ রান।

ব্যাট হাতে সর্বোচ্চ ৮৪ রান এসেছে সৌদ শাকিলের ব্যাটে। মোহাম্মদ রিজওয়ানও তুলে নিয়েছেন অর্ধশতক। তবে দলের সাত ব্যাটার বিদায় নিয়েছেন এক অঙ্কের রানে।

আগের দিন মাত্র ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এরপর রিজওয়ান-শাকিলের ১৪১ রানের দুর্দান্ত এক জুটিতে ভালো সংগ্রহের পথে এগোয় পাকিস্তান। সৌদ শাকিলের বিদায়ের পর ফের খেই হারায় তারা। একে একে বিদায় নেন সালমান, নোমান ও রিজওয়ান।

শেষদিকে সাজিদ খানের ১৮ রানে ভর করে ২৩০ এ থামে শান মাসুদের দল। সফরকারীদের পক্ষে সিলস ও জোমেল তুলে নেন ৩টি করে উইকেট।

/এমএইচআর

Exit mobile version