Site icon Jamuna Television

ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি চুক্তি: ফিলিস্তিনি বন্দীদের মধ্যে কাদের মুক্তি দেয়া হতে পারে?

বছরের পর বছর ধরে ইসরায়েলি কারাগারে কোন ধরনের গুরুতর অভিযোগ ছাড়াই আটকে আছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি বন্দি। ইসরায়েল-গাজা যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে প্রথমবারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেসব বন্দিরা। শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

গাজায় আটক ইসরায়েলি বন্দীদের বিনিময়ে কতজন বন্দীকে মুক্তি দেয়া হচ্ছে তার সঠিক সংখ্যা এখনও স্পষ্ট নয়। যুদ্ধবিরতি চুক্তির মূল বিষয়বস্তু এখনও প্রকাশ করা হয়নি এবং গণমাধ্যমের প্রকাশিত বিবরণে বন্দী বিনিময়ের জন্য বিভিন্ন শর্ত সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যা নির্ভর করে ফিলিস্তিনি বন্দীরা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে কিনা তার ওপর।

ফিলিস্তিনি বন্দী ও প্রাক্তন বন্দী বিষয়ক কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরায়েলি কারাগারে ১০,৪০০ ফিলিস্তিনি বন্দী রয়েছে, যার মধ্যে গত ১৫ মাসের সংঘাতের সময় গাজা থেকে আটককৃতদের ছাড়া আরও কিছু মানুষ রয়েছে।

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন শুরু হলে আগামীকাল রবিবার (১৯ জানুয়ারি) মুক্তি দেয়া ৯৫ জন ফিলিস্তিনি নারী ও শিশুর তালিকা প্রকাশ করেছে ইসরায়েলি বিচার মন্ত্রণালয়, তবে এর বাইরে মুক্তি দেয়া বন্দীদের নাম জানা যায়নি।

/এআই

Exit mobile version