Site icon Jamuna Television

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই চলবে: জামায়াত আমির

ফাইল ছবি

চাঁদাবাজ, ঘুষ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনও যুদ্ধ শেষ হয়নি। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহী জেলা ও মাহানগর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মতো গুলি করে মানুষ হত্যা করেছে। নিহতদের মরদেহ স্তূপ করে আগুনও ধরিয়ে দিয়েছিল। যারা রক্ত দিয়ে আমাদের এই পরিবেশ দিয়ে গেছে তারা জাতীয় বীর। তাদের এই আত্মত্যাগে গোলামী থেকে এ জাতি মুক্তি পেয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের পরাক্রমশালী ভাবতে শুরু করেছিল। তাদের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলেছে, তাদের কপালে গুম, খুনসহ নানা নির্যাতন জুটেছে। অন্যায়ের প্রতিবাদ করার কারণে বিগত ১৫ বছর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে।

/আরএইচ

Exit mobile version