Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের শ্রীনগরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সামসুল আলম সরকার এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, সালাউদ্দিন, উজ্জ্বল দাস, রুবেল হোসেন (৩৭), মো. সজিব মিয়া (২৫), মো. ফয়সাল (২৭), মিলন (৩৮) ও ওবায়দুল হক (২৭। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫৫ হাজার টাকা, ডাকাতিতে ব্যবহৃত পিকআপ, শাবল, কাটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সামসুল আলম জানান, গত ৪ জানুয়ারি দিবাগত রাতে অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির মাস্টারমাইন্ড সালাউদ্দিন ও ডাকাতির মালামালের ক্রেতা উজ্জ্বল দাসকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর পাঁচজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

/আরএইচ

Exit mobile version