Site icon Jamuna Television

টিউলিপ সিদ্দিকের এমপি পদে থাকা নিয়েও শঙ্কা রয়েছে: সিপিডি নির্বাহী পরিচালক

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যুক্তরাজ্যের সংসদ সদস্য পদে তার থাকা নিয়েও সংশয় রয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রবাসী শ্রমিকদের আয় বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের আরও দক্ষ করতে হবে। শুধুমাত্র মধ্যপ্রাচ্য এবং পূর্ব এশিয়ার দেশগুলো নয়, উন্নত দেশগুলোতেও শ্রমিক পাঠাতে হবে।

তিনি আরেও বলেন, হুন্ডির দৌরাত্ম অনেক দেশেই রয়েছে। তবে বাংলাদেশে এটির ব্যপ্তি ব্যাপক। দেশে হুন্ডির দৌরাত্ম কমাতে সব পক্ষকে উদ্যোগী হতে হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার যুক্ররাজ্যের ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আর্থিক অনিয়মের সাথে তার যোগসূত্র রয়েছে, এমন অভিযোগেই তিনি মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন।

/আরএইচ

Exit mobile version