Site icon Jamuna Television

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংকে মিললো যুবকের মরদেহ

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহে সেপটিক নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে রুবেল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার বাদপুকুরিয়া গ্রামে সোহেল হোসেনের বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত রুবেল হোসেন (৩০) সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

নিহতের চাচা মো. জুয়েল হোসেন বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) রাতে বাড়ির পাশের দোকান থেকে ফেরার পথে নিখোঁজ হয় রুবেল। এরপর থানায় জিডিসহ বিভিন্ন স্থানে খোঁজখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে ওই বাড়িতে কাজ করার সময় সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পায় মিস্ত্রীরা। পরে ঢাকনা খুলে রুবেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/আরএইচ

Exit mobile version